অ্যাপ বলে দেবে কোথায় টয়লেট!

অ্যাপ বলে দেবে কোথায় টয়লেট!

Saturday December 24, 2016,

2 min Read

জন-শৌচালয় কোথায় আছে সেটা ‘গুগল ম্যাপস টয়লেট লোকেটর অ্যাপ’ -এর মাধ্যমে আপনি এখন খুঁজে পাবেন। সাতটি শহরে এই অ্যাপের সূচনা হল সম্প্রতি। সূচনা করলেন কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু। ফলে দিল্লি, গুরগাঁও, ফরিদাবাদ, গাজিয়াবাদ এবং নয়ডা ছাড়াও মধ্যপ্রদেশের ভোপাল ও ইন্দোরে এই ব্যবস্হা চালু হল। ‘স্বচ্ছ জন শৌচালয়’ কর্মসূচিতে এবার শৌচালয় ব্যবহারকারীরা জাতীয় রাজধানী অঞ্চলের শপিং মল, হাসপাতাল, বাস টার্মিনাস ও রেল-স্টেশন এবং মেট্রো স্টেশন সংলগ্ন ৫,১৬২-টি জন-শৌচালয়ের ব্যবহারের সুযোগ পাবেন। মোবাইল অ্যাপসে দেখা যাবে নিকটবর্তী টয়লেট। ভোপালের ক্ষেত্রে এইসংখ্যা ৭০৩ এবং ইন্দোরের ক্ষেত্রে ৪১১। এই অ্যাপের সাহায্যে শৌচালয়ের পরিস্থিতি কেমন সেটাও জানা যাবে।

image


২০১৪-সালে স্বচ্ছ ভারত মিশন চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত‌ সরকারি হিসেব বলছে

৫০২-টি শহর উন্মুক্ত স্হানে প্রাকৃতিক ক্রিয়া-মুক্ত শহরে পরিণত হয়েছে

২৩৭টি শহর ২০১৭ সালের মার্চ মাসের মধ্যেই এই তালিকায় সংযোজিত হবে


একক শৌচালয় নির্মাণের লক্ষ্যমাত্রা ৬৬ লক্ষ

নির্মিত হয়েছে ২৭ লক্ষ ৮১ হাজার ৮৮৩-টি এ ধরণের শৌচালয়

নির্মাণের কাজ চলছে ২১ লক্ষ, ৪৩ হাজার ২২২ টি শৌচালয়

জনশৌচালয় নির্মাণের লক্ষমাত্রা ৫ লক্ষ

এখনও পর্যন্ত ১ লক্ষ জন-শৌচালয় নির্মিত হয়েছে

১ লক্ষ তিরিশ হাজার শৌচালয় নির্মিয়মান স্তরে রয়েছে

শ্রী নাইডু যে ১২টি শহরকে উন্মুক্ত স্হানে প্রাকৃতিক ক্রিয়াকর্ম-মুক্ত হিসেবে স্বচ্ছতাশংসাপত্র দিয়েছেন সেগুলির তালিকায় পশ্চিমবঙ্গের একটিও শহর নেই। আছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, গুন্টুর, নেল্লোর, হরিয়ানার থানেসার এবং সিরসা, তামিলনাড়ুর এনডিএমসি, সুচিন্দ্রম এবং মাইলাড়ি এবং মহারাষ্ট্রের খোপোলি, কোলাপুর এবং নান্দুরবার।