মহাকাশে স্যাটেলাইট পাঠানোয় এগিয়ে ইসরো

গত ১৫ বছরে ৭৪ টি বিদেশি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO, আর শুধু আগামী বছরেই ৬৮ টি বিদেশি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চলেছে ভারতীয় বিজ্ঞানীরা। এখন ইসরোর ক্লায়েন্টেল দেখে চোখ টাঁটাচ্ছে বিশ্বের তাবড় দেশ।

মহাকাশে স্যাটেলাইট পাঠানোয় এগিয়ে ইসরো

Friday October 21, 2016,

2 min Read

গত ১৫ বছরে ৭৪ টি বিদেশি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ইসরো। আগামী বছরে পাঠাবে ৬৮ টি। ভারতের মহাকাশ গবেষনা সংস্থা বা ইসরোর সাফল্য চোখে পড়ার মত। আগামী বছরে যে ৬৮ টি বিদেশি স্যাটেলাইট মহাকাশে সফলভাবে পাঠাতে সক্ষম হবেন ইসরোর বিজ্ঞানীরা তার ভিতর ১২টি স্যাটেলাইট আমেরিকার। মহাকাশ গবেষনা সম্পর্কিত প্রতিযোগিতায় এখন নেমে পড়েছে বিশ্বের বহু দেশ। এব্যাপারে প্রতিযোগিতা বেশ হাড্ডাহাড্ডিই। বিশ্বজনীন এই লড়াইয়ের ময়দানে নেমে ইসরো এপর্যন্ত ভালভাবেই সফল।

image


গত ১৫ বছরে ইসরো মোট ৭৪টি বিদেশি স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করেছে। স্যাটেলাইট প্রেরণ সংক্রান্ত কাজে ইসরো নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে থাকে। ইসরোর বিশ্বজনীন ক্রেতাদের তালিকায় রয়েছে ইএডিএস, অ্যাসট্রিয়াম, ইনটেলস্যাট, অবন্তী গ্রুপ, ওয়ার্ল্ড স্পেস, ইনমারস্যাট, ওয়ার্ল্ড স্যাট, ডিএলআর কারি, ইউটেলস্যাট ছাড়াও ইউরোপ, পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু দেশ।

সবমিলিয়ে ইসরোর বর্তমান সাফল্য ঐতিহাসিক। ইসরোর বাণিজ্যিক শাখা অ্যানট্রিক্স-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরে্ক্টর রাকেশ শশীভূষণ বললেন, বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কাছ থেকে এখন আমরা ভারি স্যাটেলাইট পাঠানোর বরাত পাচ্ছি। আমাদের নিজস্ব প্ৰযুক্তি বিশ্বে সাদরে গৃহীত হয়েছে। ‌তাছাড়া, জানেন কি, চলতি বছরের জুন মাসেই আর একটি দারুণ রেকর্ড করেছে ইসরো। পিএসএলভি – সি ৩৪ একসঙ্গে ২০টি স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করতে সক্ষম হয়। শশীভূষণ বলছেন, ওই সাফল্যের পরে আমাদের বিজ্ঞানীরা একবারে বা একসঙ্গে একাধিক স্যাটেলাইট মহাকাশে পাঠাবেন। সেই কাজের পরিকল্পনা রচিত হয়েছে। বলাবাহুল্য, একসঙ্গে একাধিক স্যাটেলাইট পাঠানোয় খরচ যেমন বাঁচে তেমনি বাঁচে সময়ও।