ভারতীয় ফুটবলের সব খবর - RadioFootball.in এ
একটা সময় ছিল, উত্তর কলকাতার অলি গলি কিংবা চায়ের ঠেক বা দক্ষিণের রকের আড্ডা- আলোচনা জমিয়ে দিত ইস্টবেঙ্গল-মোহনবাগান। এখন অত সময় কোথায়। তাই ওসব অবসোলেট। টেক সেবি শিশু মনে অন্যরকম আলোড়ন তোলে চ্যাম্পিয়নশিপ ম্যানেজার, ফিফার বেকহ্যাম-জিদান থেকে মেসি-রোনাল্ডোরা। সেখানে কাদা মাঠের বলের লড়াই একটু ডার্টি। যেমন ভাঁড়ের চা বা লেবু চায়ে তুফান তোলা ফুটবল তর্কও একটু লাউড। এখন কফি মাগে কিংবা বিয়ার ক্যানে চুমুক দিতে দিতে বাঙালি মজে বার্সেলোনায়, বায়ার্ন মিউনিখে। সারাদিনের কাজ শেষে ঘুম জড়ানো আবছা চোখে টিভির পর্দায় গতির দুনিয়ায় গা ভাসায়। স্কিল-ড্রিবলিংয়ের অমোঘ আকর্ষনে উধাও ঘুম। এটাই এখন বাঙালির ফুটবল হ্যাবিট। আবহমান কালের আবেগের স্বাদবদল হয়েছে। তবে কখনও পুরোপুরি মুছে যেতে পারে না ইস্টবেঙ্গল মোহনবাগান তর্জা। যদি আপনি জিজ্ঞেস করেন, বাঙালির ফুটবল আবেগের রঙ কী? কেউ বলবেন সবুজ-মেরুন আবার কেউ বলবেন লাল-হলুদ। ইস্টবেঙ্গল-মোহনবাগানকে ঘিরে এখনও আবর্তিত বঙ্গজীবন। মান-অভিমান। ঘটি-বাঙালের দ্বন্দ্ব। মশাল বনাম পালতোলা নৌকার লড়াই তো কুরুক্ষেত্র বাঁধিয়েছে এ বাংলায়। আজও সেই লড়াই আছে। সময় বদলেছে কিন্তু আবেগের ফল্গু এখনও বইছে। আবহমান কালের সেই আবেগ এবার শুধু শুনে নিন ।
শুধু ডার্বির ইতিহাস নয়, ঘটি বাঙালের লড়াই নয়, ভারতীয় ফুটবলের খুঁটিনাটি তথ্য,সব আপডেট এবার ইন্টারনেট রেডিওতে। RadioFootball.in ক্লিক করলেই ভারতীয় ফুটবলের আঁতুর ঘরে ঢুকে পড়বেন আপনি। সারাদিনের ব্যস্ত সময়ে, খবরের কাগজটা সকালে পড়া হয়নি, ওয়েবসাইটের বহুল চর্চিত কচকচানি পড়তে ভালো লাগছে না, আর চিন্তা নেই। অফিসের কাজ করতে করতেই কান খাড়া করে শুনে নিন। কোন ম্যাচের কি রেজাল্ট। কোন ফুটবলার কি রিঅ্যাকশন দিলেন। ম্যাচের পর কোচেরাই বা কি বললেন সবকিছুরই অডিও ভারশেন রেডি। তবে শুধু ভারতীয় ফুটবল, মনে রাখবেন একথা। কলকাতায় কেন, ভারতে প্রথম এমন ইন্টারনেট ফুটবল রেডিওর রূপকার হলেন কৌশিক মৌলিক । ভারতীয় ফুটবলের সঙ্গে জার্মান ফুটবলের এক অনন্য মেলবন্ধন ঘটিয়েছেন তিনি। সে অলিভার কান থেকে বাযার্ন মিউনিখ দলকে কলকাতায় আনা কিংবা বর্ধমানে রুমেনিগের আসা। সবই কৌশিক বাবুর হাত ধরে। রেডিও ফুটবল তৈরি করার পর তাই তিনি জানান, ব্যস্ত সময়ে খবরের কাগজ উল্টে কিংবা ইন্টারনেট ঘেঁটে অনেকেই হয়তো ভারতীয় ফুটবলের খোঁজ খবর নেন না। বিশেষ করে আজকের তরুণ প্রজন্ম। তাই তো তিনি কানে শুনিয়ে ভারতীয় ফুটবলকে অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করেছেন। কৌশিক বাবুকে ভারতীয় ফুটবলের তথ্য দিয়ে তাঁর রেডিও ফুটবলকে সমৃদ্ধ করেছেন তথ্যবিশারদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায়।
রেডিও ফুটবল-ইটস অল অ্যাবাউট ইন্ডিয়ান ফুটবল। এই ইন্টারনেট রেডিওতে আবার পাঁচটি ক্যাটাগরি রয়েছে- ক্লাব ফুটবল নিউজ, ইন্ডিয়ান ফুটবল নিউজ, ইন্ডিয়ান ফুটবল আপটেডস, হিস্টরি অফ ইন্ডিয়ান ফুটবল, আর একস্পার্ট ভিউজ। আপনার পছন্দসই বিষয় আপনি পাবেন। সে যেখানেই আপনি যান না কেন রেডিও ফুটবলে ক্লিক করলেই ভারতীয় ফুটবলের সব খবর আপনার কানে কানে। আইএসএল, আই লিগ থেকে কলকাতা লিগ, গোয়া লিগ, সেকেন্ড ডিভিশন আই লিগ, আইএফএ শিল্ড সব খবর শুনতে পাবেন। সঙ্গে নানান তথ্য, পরিসংখ্যান এমনকী বিশেষজ্ঞের মতামতও শোনা যাবে। চোখের বিশ্রাম দিয়ে একটু খানি কানে শুনে নিন। দেখুন দিব্য আপনি ভারতীয় ফুটবলের অন্দরমহল জুড়ে সফর করছেন রেডিও ফুটবল ডট ইনের ডানায় চড়ে।