Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

দুনিয়ার ডেভেলপার চ্যালেঞ্জ ছুঁড়ছে, তুমি পিছিয়ে এসো না

দুনিয়ার ডেভেলপার চ্যালেঞ্জ ছুঁড়ছে, তুমি পিছিয়ে এসো না

Saturday November 11, 2017 , 2 min Read

image


আপনারা তো ফেসবুক ডেভেলপার সার্কেলের কথা নিশ্চয়ই জানেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফেসবুক গড়ে তুলেছে ডেভেলপার সার্কেল। যে ডেভেলপার যেখানে থাকেন তার আশপাশেই কোনও না কোনও সার্কেলে নাম নথিভুক্ত করতে পারেন। ফেসবুকের গ্রুপে জয়েন করার মতোই সহজ এই সার্কেলে আসা। আর পাঁচটা সাধারণ গ্রুপের থেকে যদিও আদ্যোপান্ত আলাদা এই গ্রুপ। এটি কেবল মাত্র স্টার্টআপ উদ্যোক্তা বা উদ্যোগপতিদের গ্রুপ নয়। এখানে জড়ো হয়েছেন অসংখ্য ডেভেলপার প্রোগ্রামার আর কোডার। আছেন বহু ডিজাইনারও। পাশাপাশি আছেন মেন্টররা। অনলাইনে নিজেদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার সুযোগ পান এরা। অফলাইনেও দেখা সাক্ষাতের বন্দোবস্ত করে ফেসবুক ডেভেলপার সার্কেল। সম্প্রতি কলকাতায় হয়ে গেল এই সার্কেলের একটি ইভেন্ট। হ্যাকিংয়ের ওপর একটি প্রতিযোগিতামূলক সেশনের আয়োজন করা হয়েছিল। ইভেন্টের নাম ছিল কম্যিউনিটি চ্যালেঞ্জ হ্যাক ডে। ৫ নভেম্বর কলকাতায় ন্যাসকম স্টার্টআপ অয়্যারহাউসে এই ইভেন্টের আয়োজন করা হয়। মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন আর জে সফ্টঅয়্যারের চিফ একজিকিউটিভ অফিসার রজত আগরওয়াল, ন্যাসকমের ডেপুটি ম্যানেজার আরিহন্ত কোঠারি, আইআইটি খড়গপুরের সাওন প্রতিহার, রুটআলফার পূজা তালুকদার প্রমুখ। কলকাতায় ফেসবুক ডেভেলপার সার্কেলের তত্বাবধায়ক সব্যসাচী মুখোপাধ্যায় এবং ভেন আইকিউ সংস্থার চিফ একজিকিউটিভ অফিসার পরিচয় দাস এবং টুইলিটের সুনয়ন দাস ইভেন্টটিকে পরিচালনা করেন। 

সব‌্যসাচী জানান, এরপর ফেসবুক গ্লোবাল কমিউনিটি চ্যালেঞ্জ আয়োজিত হবে। সেই প্রতিযোগিতায় যারা নিজেদের উদ্ভাবনী প্রজেক্ট জমা দিতে চান তারা এই লিঙ্কে ক্লিক করে প্রজেক্ট জমা দিতে পারবেন। আবেদন জমা নেওয়া হবে ২০ নভেম্বর পর্যন্ত।