ব্যাডমিন্টন খেলোয়াড় তৈরি করে যাচ্ছেন সঞ্জয়, হীরকরা

ব্যাডমিন্টন খেলোয়াড় তৈরি করে যাচ্ছেন  সঞ্জয়, হীরকরা

Friday March 25, 2016,

4 min Read

সঞ্জয় রায়, একটা সময়ে, আটের দশকের শেষ থেকে ন'য়ের দশক চুটিয়ে ব্যাডমিন্টন খেলেছেন । দশ, এগারো বছর টানা প্রতিনিধিত্ব করেছেন বাংলার । হীরক সেনগুপ্ত । বাংলার ব্যাডমিন্টনে আরও একটি নাম । সঞ্জয়ের খেলোয়াড় জীবনের সতীর্থ । সেই জুনিয়র পর্যায় থেকে সিনিয়র পর্যায় পর্যন্ত, দুজনে র‍্যাকেট হাতে অনেক বছর একসাথে কাটিয়েছেন । সেই সময়ে বাংলার ব্যাডমিন্টনের যে মুখগুলোর সাথে ক্রিড়াপ্রেমিরা পরিচিত সেই অরিত্র নন্দী, ইন্দ্রজিৎ মুখার্জী, সৌমেন ভট্টাচার্য্য বা তারও আগে দিপু ঘোষ – এদেরি সঙ্গে খেলেছেন সঞ্জয় রায়, হীরক সেনগুপ্তরা । ব্যাডমিন্টনই এদের দিয়েছে প্রতিষ্ঠা ।


image


কিন্তু খেলোয়াড় হিসেবে ব্যাতিক্রমী না হওয়া সঞ্জয়, হীরকরা খেলতে খেলতেই ভেবেছিলেন পরবর্তী জীবনে আর পাঁচজন প্রতিষ্ঠিত ব্যাডমিন্টন খেলোয়াড়ের চেয়ে একটু অন্যরকম হওয়ার কথা । তাই হয়তো খেলোয়াড় হিসেবে সাধারণ হিসেবে জীবন শেষ করলেও খেলার পরবর্তী জীবনে এরা হয়ে উঠলেন অসাধারন । ব্যাক্তিগত স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে এদের হাতেই বাংলার ব্যাডমিণ্টন পেল পুনর্জন্ম । কিন্তু কাজটা ছিল প্রায় অসম্ভব । গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী নিয়ে আসার মতই কঠিন কাজ । বাংলার ব্যাডমিন্টন তখন ধুকছে । পরিকাঠামো নেই ।প্রশাসনিক ব্যার্থতা এমন পর্যায়ে পৌছেছিল যে রাজ্য টুর্ণামেন্ট পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছিল । শুধু একটা রাজ্য চ্যাম্পিওনশিপ হতো । সেখানে খেলোয়াড়রা কিছুই পেতেন না । শুধু চ্যাম্পিয়ন আর রানার্স আপ ট্রফি ছাড়া আর কোন প্রাপ্তি নেই ঘাম ঝরানোর । সেরকম একটি অবক্ষয়ের সময়ে বাংলার ব্যাডমিণ্টনের হাল ফেরাতে চাইছেন কারা? কয়েকজন খেলোয়াড় । যাদের হাতে ঢালও নেই তলোয়াড়ও নেই । এক অবর্ণণীয় অবস্থা । সঞ্জয় বলছেন, “আমার আর হীরকের সাথে সুব্রত ব্যানার্জি (প্রাক্তন রাজ্য চ্যাম্পিয়ন), বাবলু বড়ুয়া, দেবাঞ্জনের মতো আরও জনা আটেক খেলোয়াড় কে পেলাম । আমাদের কিছু ছিল না । ভরসা ছিল শুধুমাত্র মনের জোর আর তীব্র ইচ্ছাশক্তি । আমরা নিজেরাই হয়েছিলাম প্রশাসনিক ব্যার্থতার শিকার তাই আমাদের মধ্যে ছিল পাল্টে দেওয়ার এক অদম্য ইচ্ছে ।”

সেই ভাবনা থেকেই সঞ্জয় হীরকরা তৈরি করলেন খেলোয়াড়দের সংস্থা, ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন । বাংলার খেলার ইতিহাসে একাধিক এরকম সংস্থা আছে । কিন্তু এত সক্রিয় খেলয়াড়দের সংস্থা সম্ভবত একমাত্র ব্যাডমিন্টনেই । এমনকী, ক্রিকেটারদের সংস্থাও না । খেলোয়াড়দের সংস্থা তৈরি করার পরেই সঞ্জয়রা তৈরি করেছিলেন কোচিন ক্যাম্প । বাংলার ব্যাডমিণ্টনে খেলোয়াড় তৈরির কারখানাই যে বন্ধ হয়েছিল । ইন্দ্রজিৎ মুখার্জি তার মেয়ের খেলাধুলার উন্নতির স্বার্থে বাংলা ছেড়ে চলে গেলেন উত্তরপ্রদেশে । সৌমেন ভট্টাচার্য্য নিজে একটা কোচিন ক্যাম্প শুরু করলেন । অরিত্র নন্দী দেশই ছেড়ে দিলেন । এই অবস্থায় সঞ্জয়, হীরক, সুব্রত ব্যানার্জি, দেবাঞ্জনদের উদ্যোগে খেলোয়াড়দের সংস্থার প্রথম ক্যাম্প শুরু হল কলকাতায়, অনুশীলন সমিতিতে । সেটা ছিল ২০০৫ এ, গোটা চারেক খুদে শিক্ষার্থিকে নিয়ে । তারপর শিক্ষার্থির সংখ্যা বাড়ে । একইসঙ্গে কোচিনক্যাম্পও বাড়তে থাকে । সঞ্জয় বললেন, “প্রথম কয়েকটা মাস মানে সাত থেকে আট মাস আমাদের নিজেদের খরচেই ক্যাম্প চালাতে হতো । মাসে প্রায় সাত থেকে আট হাজার টাকা । খুবই কষ্ট হয়েছিল ।”

কষ্ট কি এখনও হয় না? খেলোয়াড়দের সংস্থা বেঙ্গল ব্যাডমিণ্টন অ্যাকাডেমির যে কোন স্পনসর নেই । অথচ গত দশ বছরে এই সংস্থা বাংলার ব্যাডমিন্টন কে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে । সংস্থার কোচিং দেখে গিয়েছেন সাইনা নেহওয়াল । ওয়ার্কশপ করে গিয়েছেন বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির খুদে শিক্ষার্থিদের সঙ্গে । এসেছেন প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন ও বর্তমান জাতীয় কোচ পূলেল্লা গোপীচাঁদ । ইতিমধ্যে এই অ্যাকাডেমির সাথে গাঁটছড়া বেঁধেছে পুণের নিখিল কণিতকারের অ্যাকাডেমি । সঞ্জয়, হীরকরা তাদের খেলোয়াড় তৈরির যজ্ঞ্য কে রাজ্যের বাইরে নিয়ে গিয়ে ঝারখন্ড ব্যাডমিন্টন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সেখানেও ক্যাম্প শুরু করেছেন । অক্লান্ত পরিশ্রম করে অর্থকষ্টকে উপেক্ষা করে এগিয়ে চলেছে অ্যাকাডেমি ।

এখন তাদের একটাই লক্ষ্য, নিজেদের একটা পরিকাঠামো তৈরি করা । সঞ্জয় বলেছেন, “নিজেদের একটা কমপ্লেক্স তৈরি করার স্বপ্ন বহুদিনের । সেখানে কাঠের কোর্ট থাকবে পর্যাপ্ত পরিমাণে । তার সঙ্গে আধুনিক অ্যাকাডেমিতে থাকা সমস্ত উপাদান থাকবে । কিন্তু এর জন্য অনেক টাকার প্রয়োজন ।” আধুনিক পরিকাঠামর সহায়তা না পেয়েও অ্যাকাডেমির ছেলেমেয়েরা জাতীয় পর্যায়ে সম্ভবনাময় পারফর্ম্যান্স করে ফেলছে । এই অ্যাকাডেমির মেয়ে শেষাদ্রি সান্যাল জুনিয়র পর্যায়ে ভারতের জার্সি পরে ফেলেছে । তাই হয়তো সঞ্জয়দের মনে হয় নিজস্ব পরিকাঠামো তৈরির কথা । কিন্তু টাকা কে জোগাবে? এই প্রশ্নের জবাব এখনও নেই সঞ্জয়দের কাছে । কিন্তু ওরা পারবেন । ওদেরি রয়েছে মনের জোর । তবে সময় দিতে হবে ওদেরকে ।